বন্ধ ইশকুল, বন্ধ্যা সময়- তাতে কি!
সোনালী আঁশে বিকেলের রোদ,
পথের কালো ছায়া রয় ফাঁকি,
বিশাল সবুজের মাঠ জ্বলজ্বলে-
ফিরে পায় প্রাণ,
তোমাদের দাওয়াত, মা রেঁধেছে মেজবান।

যদি প্রেম থাকে মনে- উচ্ছ্বাসে যৌবন,
জ্বালাও জ্বলে জ্বলে
আসো, প্রীতি ফুটবল খেলি।।

মুকসুদপুর, গোপালগঞ্জ, ২২ শে জুলাই ২০২১,
ঈদুল আযহার ২য় দিবস।

পটভূমি: করোনা মহামারি কাল। সকল সামাজিক প্রতিষ্ঠান বন্ধ।