চোখে দ্যাখে আন্ধা, গোলকধাঁধায়!
আহা রে! দেশটি যে আমার আঁধারে!

কেউটে সাপে কিলবিলিয়ে চরে বাংলা, একাত্তরে!
তাই গোলক ঘুরে,
দেখবে ভূলোক- নিজের উঠোন; বীর চিকিৎসক।

কি হবে এ বিলেতের পাঠ, বিশ্ব চরে;
পরের নারী, পরের বাড়ি।

মন ভরে ও-ই গগনচূড়া, আকাশ দেখে।
কিরণ মেখে, রং ছড়াবে ছায়ায় মায়ায়
বাংলার গাঁয়- চির তরুণ জাফরুল্লাহ চৌধুরী।
চিনেছে তাঁর প্রাণের বাড়ি,
মানুষের নাড়ী।
আর চিনেছে তাঁরে, গন কাতারে জনে জন;
মিলেছে হাতে হাতে,
তার সাথে, মিলেছে কতশত হৃদকম্পন।

"এই পৃথিবী একবার পায় যারে-
পায়নাকো আর।"

১২ই এপ্রিল ২০২৩

পটভূমি: দেশ বরেণ্য সমাজসেবক, সংগঠক, বুদ্ধিজীবী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরী আজ ইন্তেকাল করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।

কৃতজ্ঞতা স্বীকার: "এই পৃথিবী একবার পায় যারে.."- বাংলার বরেণ্য কবি জীবনানন্দ দাশ।