সুয়েজ খালে আটকা খেয়ে মিশরীয় পিরামিড চূড়ায়
উঠে গেছে রোমান পুরাণের কিউপিড;
বহু রাখালের হাত ধরে
হিন্দুকুশে বাড়ি খেয়ে
পদ্মা-মেঘনায় ফিরিয়ে দেয় সে রোমাঞ্চকর বল।
একটু একটু বেড়ে চলে তল...
ঢলে ঢলে মৌসুমি ধরে আসুক ডলারের ঢল..

অথবা,
মুখে তুলে তাইওয়ান- ওয়ান ওয়ান
জিকিরে ফকিরের মতো

অথবা ভারতে,
কাপড় এখন আর কাচে না রথে;
নাওয়ের বাদাম তুলে এই বসন্তে,
পরম্পরায় ফিরেছেন ভগবান অবতার।

এবং, বাঙালির শেখা আছে বেশ প্রেমের সাঁতার।

৯ই মার্চ ২০২৪