কাকতাড়ুয়া থেকে শকুন তাড়ুয়া,
বিপ্লব থেকে বিপ্লবে ক্লান্ত তরুণ-
এখন শুধু গাছে লুকিয়ে, গেছো ইঁদুরের চাওয়া।
সোনার বাংলা এখন প্রেমবাংলা,
যদিও দানব-মানবীয় এংলা।
যেমন, কাক বা কাকুকে দুষো,
এক প্রেমিকার প্রেমে ছিলো, ডুবে ছিলো ;
কি অদ্ভূত শকুনও একপথে,
এবার এক বাংলা প্রেমিকের সাথে বড্ড উষ্ণ।
কবিতা ও গানে
বিদেশী কৃষ্ণচূড়ার লালে
কবিগণ বাংলাকে নিয়েছেন প্রেমের বিশ্বমানে।
বিস্তর পাঠে পেয়েছে কারণ,
বাংলায় বহুদিন চাষ করা হরেক প্রজাতির তালেবান,
অথবা কম্যুনিস্ট, বেগারখাটা বেকারজন;
দোষী দোষী! প্রেমের গান করা সব বেকুব কবিগণ!
আর নয় লালে;
বাংলার ভালে,
এবার ফোঁটাবে কবিগণ হলদে রাঁধাচূড়া।
২৫শে সেপ্টেম্বর ২০২৪