ধ্বংসের নিনাদ আগেই বেজেছে
মরমি সাধুরা উঠে এসেছে
বাদ্যের তালে তালে
জর্জ স্কয়ারে
নদীতে নদীতে
আবারও ফিরবে প্রাণ
মানবের প্রজ্ঞা, প্রাণনাথ
আগামী শিশুদের অধিকারে
প্রত্যয়ী মিছিলে মিছিলে দীপ্তি জ্বলে।।
নড়াইল, ৮ই নভেম্বর ২০২১
প্রেক্ষাপট: জর্জ স্কয়ার, গ্লাসগো, স্কটল্যান্ডে হাজার হাজার তরুণ পরিবেশবাদীরা কপ-২৬ সম্মেলনে বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ে বিশ্ব নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন এবং জোড়ালো প্রতিবাদী উচ্চারণে নভেম্বর ২০২১ মাসে সমবেত হয়।