আদপ রাখেনি ;
আমিও বাজেট রাখিনি।
তবে, নজর রাখিনি সেতো বলিনি!
খেঁটে খা, চেটে খা, চেয়ে খা...
ঘরে থাক, পড়ে থাক!
থাকলে পীড়ায়, পাঠাব হীরা, দ্যুতির দূতে।
ছেয়ে যা, আর ছাউনিতে থাকতে হলে তোর পোলা,
পাঠাব তোরে শোলা..মেক করে, প্যাক করে,
আছড়ে তারে ফেলতে পারিস তীরে।
মহা প্রশান্তির সে পার... আনন্দ কার অপার!
১৩ই জানুয়ারি ২০২৪