তথ্যে বাড়ে জ্ঞান;
প্রজ্ঞা বাড়েনি।
বিবেককে অসহায় করে- শপে দিয়েছি গুরুর হাতে।
এখন আগ্রহী, 'কি করিলে কি হয়'।
তাকাই না- নিজের আয়নায়।
নপুংসক, ন্যুব্জ হয়ে খুঁজি- সহজিয়া উচ্চ নম্বরের সিঁড়ি!
মাচান বাঁচাবে না- বুনো শুয়োরের ভয়।
সাহসী মানব, চাই মানবিকতা
একবারই মরতে চাই।।
ঢাকা, ১২ই এপ্রিল ২০২১