১.
সারাদিন খুঁজি গরম কফি,
হাতড়ে হাতড়ে ফুটো খুঁজি- আমি যে আড্ডাবাজ।
পকেট হলেও ফুটো-
সবকালেই.. জমিদারি ছিলো!
শয়তান ঠিক বুঝে নিছে হালচাল
তাইতো বেহাল-
পুরনো মান আর চিত্রে টানো সুরতহাল।

২.
আমারও দফা একটাই!
দেশ আমার
দেখতে চাই দেশের ছবি
সুযোগ পেলে রাবার ঘষে ছবি
ইতিহাস ঘেটে লেজে লেজে কেটে
বাদল দিনে মাদল ঢাক
বৃষ্টিতে মিষ্টি চোখের জলছবি।।

১৪ই জুলাই ২০২৩