এ অঞ্চলে হেলেন নেই,
নতুন বান্ধবী রুবি আর পপির নেশায় নেশাখোর সম্রাট।

রুদ্র বালু নেই,
আছে মাঠ শ্যামল সমতট,
আছে বালুতে ঝিকমিক দানাদার জনপদ রঙিন;
কোমল পানির তৃষ্ণায় যারা বড়বাজারের বয়কট আবেগের ধন।

ইদানীং, পা'য়ে পা'য়ে ঘষা খেয়ে গতির হোছট খেলেও-
ড্রাগনের অনেক পা;
তাই দুই নৌকায় পা, এই উপমা চলে না।
তবুও ড্রাগন নির্ঘুম অস্থির, কে দিবে তার শত ডিমে তা'!

তাইতো আসে সুদর্শন ঈগলেরা;
মারহাবা বলে, তাকে কেউ আর বলে না শকুনি টাকমাথা। 
যেমন একদা, জমিদার বাবুরা, বলতো আমায় ন্যাড়া!

এমনই খুশিতে আহ্লাদে সাজে ট্রয়ের ঘোড়া...

৩০শে আগস্ট ২০২৪