পেঁয়াজের ঝাঁঝ,
রাধুনির কাছে আজ মনোমুগ্ধকর তীব্রতর;
পত্রে পত্রে রসালো যার বাংলা ও বাঙালির নির্যাস।
আকর্ষণ বেড়ে যায়;
বিচলিত সে নয় খোসায় দেখে অসংখ্য গুলির দাগ!
সারে গুলি, সেঁচে গুলি.. মহাজনের গুলি
আরও আছে পথে পথে গুলি..
সিন্ডিকেটে গুলি খেয়ে ছড়িয়ে পড়ে অলিতে-গলিতে;
কাপড়ে ময়লা, অন্তরে ময়লা...
ময়লা খোসা ছাড়তেই-
স্বরূপেই ছাড়ে ঝাঁঝ, সোদা পলির বাঙালীর ঝাঁঝ...
২৫শে জানুয়ারি ২০২৪