এবার সমাচার, হয়েছি পেশাদার!
জ্ঞান ধুয়ে ধুয়ে চলে ফ্যাশন করা, বাজার সেরা প্রফেসর।
শুধু নয় এই করিডোর, ঝুলিতে ঝুলে তার অনেক সফর।
শুধু নেই টাকার সবর।
শিখিয়েছে মলাটের রংগীন ছবি- ওই নষ্ট কবি।
শিখেছি, বেশ ভালো পেশাদার আমি, কাটপেস্ট কালচার।
নড়াইল, ১৬ই আগস্ট ২০২২