পর্যটনে বের হই আকর্ষনে
সভ্যতার ভাগাড়ে পুরনো জনপদে।
যা কিছু এখনো খায়নি সময়,
ভীতু বক ঠায় বসে নির্বাক,
অভাবী রাক্ষসী বা উন্নয়নের ধুলোয়,
ছিটেফোঁটা যা আছে খোদার দুনিয়ায়,
শুষে নিব মধুজ্ঞানে তায়,
প্রজাপতির ভালোবাসায়...
প্রতিদিন ঘুম ভাংগি প্রতিজ্ঞায়।
রোবট এর সাথে প্রতিযোগী আমি; আমিও রোবট প্রায়।
কালামে সেলামে মন্ত্রে প্রনামে
কাশি দিয়ে বাঁচি, গোপনে প্রভুকে খুঁজি।
বাজবে তারে আমার পিঞ্জরে
ভাংগা একতারা মধুমতীর পাড়ে।।
নড়াইল, ১৮ই জানুয়ারি ২০২২