ডরে আছি,
মাথার শিরস্ত্রানের আমার পলক,
কারো দাবী মানচিত্র-ভূমে সে এক আজন্ম তিতপাখি;
অবাধ খুঁটে খায় নাকি, এটা তার নাকের নলক!
ডরে আছি ভারী!
রূপোর সাগরে অপরূপে শোভিত,
আহ কি নান্দনিক! প্রসারিত লেজটি কেটে
সে এক হায়না বা শেয়াল, জুড়ে দিবে তার লেজে!
ডরে আছি, কোনো এক অবিশ্বাসী হতে চায় প্রতিপালক;
বন্দরে বন্দরে মালা গেঁথে মেলায় মেলা,
অন্দর দখলে বিশ্বাসের সাথে মিলিয়ে গলা,
শিকল ঝাঁকায় নব বোধের চালক।
জিজ্ঞাসিব ওই ঐতিহ্যের নাগরিকেরে,
তোমরা কি দর্শক ভড়ং;
আবার কি হবো লেজেগোবরে
অথবা বিশ্ব-আড়ংএ কিম্ভুত চেহারায় সার্কাসের সঙ!
১২ই আগস্ট ২০২৪