প্রেমের ডানা ঝাপটে মলিন চেহারায় মেটে;
ভয় কিসের, হে যুবক!

সংগ্রামে ঘসে চিবুক,
পিতল চিকচিক যৌবনে
সাজানো বাগানে ফুলপরী ভিড়ে কেবলই জোছনায়;
এই-যে ধরার সুশীল শীতল ধারায়।
তবুও সে আসে;
কে বাঁধে তারে মায়ার পাশে!

উড়ুক্কু ডানা ছেড়ে পরম্পরার পিতামাতা জাগে,
পরম আস্থায় স্থিত হয় মাটির শিকড়ে।

১৫ই মে ২০২৪