প্যাঁক প্যাঁক প্যাঁক
ডাঙায় প্যাঁক
জলেও প্যাঁক
গন্ডগোল এর ওস্তাদ- সাবাশ প্যাঁক
শামুক খোঁজে শুকনো সরোবরে বৈঠা মারে প্যাঁক
ভিটায় চরায় মুরগির সাথে প্যাক
আফগানী আফিমে মশগুল গুলবাহারী পাতি প্যাঁক।
জলে কাহার সাথে করবে প্যাক
ইকবালকে বানিয়ে শৈবাল গিলেছে প্যাঁক
বাংলার জলে যে কুমিরে খেয়েছে প্যাঁক
একদা সেকেন্দর বাদশাহ খেয়েছে প্যাঁক
সিন্ধুর আজব জীব এই পাতি প্যাঁক
চীনা হাঁসের সাথে চলবে কি পায়ে বেল্টদড়ির প্যাক
শামুকে পা কেটে খালি পেটে কোরো না প্যাঁক প্যাঁক
ইতিহাস পাতা জুড়ে ক্ষণে ক্ষণে ডাকে প্যাঁক প্যাঁক।।
নড়াইল, ৯ই সেপ্টেম্বর ২০২১
পটভূমি: আফগানিস্তানে দখলদার বাহিনীর দেশত্যাগ ও তালেবান দল শাসিত নতুন সরকার সদ্য ক্ষমতায়। আফগানিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে ভূমিকা রাখতে সক্রিয় প্রতিবেশী পাকিস্তান ও চীন।