আছে পণ্যসম্ভার,
দুর্দান্ত আমি এক সময়ের দোকানদার।
কৌটা কৌটায় সাজানো তোমার, তোমাদের
পান-সুপারির কৌটা।
ছাড়ো যত্তসব পুরনো নেশা বাজে ;
তোমার না ঝরে গেছে, সরে গেছে যৌবন বোঁটা!
বোঁচা নাকে নেই ঐতিহ্য, চেতনার ঘ্রাণ;
কেনো তোমরা দাও খোঁটা!
দখলে নেবে সময়ের দোকান;
আমি দোকানদার সতত তাজা-মোটা।।
১০ই জুলাই ২০২৪