বহুদিন পরে ইলিশের দেখা খাবার প্লেটে।
এখনো জাহাজে উঠে নাই সে,
হয়তো ভ্রমণে চলে, ভাগ্যাহত কোনো ভাইকে বুঝাতে ।
আরব ভূমির রুক্ষতা নেই, এ যে পলির পণ,
ভাতের সাথে মাছের আহারে;
আরও আরও মাছ রেণু ছাড়ে,
ব্যর্থ হয়না বসন্ত, এ যে চক্রাকারে জাগরণ।
স্পন্দিত জল- জালে জালে ছড়ায়
সফলতার টেকসই বারতা ছাড়ে মৌসুমি হাওয়াতে...
আরও কারা ভাই আছে- শুনছে বাঁশি নির্ভীক,
উঠতে পারে জেগে মৌসুমি মায়াজালে,
ঘুমিয়ে থাকা অদম্য অভীক, বিচলিত চরে...নিপীড়িত হলে...
১৩ই আগস্ট ২০২৪