নিয়তের ভোগতেলে
চাই চাই বেশুমার বেগুনা,
বেগুন পাকায়ে- পাই আর খাই
চচ্চড়ি বা ফ্রাই!
ধীরে ধীরে তেল ফুরোলে,
নতুন তেলে ভাজা হয়- আমারই অস্থিমজ্জা;
আমি চেঁচাই!
বলির কাষ্ঠে বাঁশকলে আটকাই;
গ্রীবা যায়- পবিত্র রক্তের ত্যাগী।
সভ্যতা এগিয়ে চলে- ভালোবাসার নিয়তের তেলে।
আর মেপে চলে
ইতিহাসের খাতা ভরে, রকমফেরে- পাই দিয়ে পরিধি!
ঢাকা, ১২ই মে ২০২১