আপনি কে? - সার্বভৌমত্বের পাহারাদার;
চরের লাঠিয়াল মাঝে মাঝে চোরও ধরি।
কেউ আবার সোনার বাংলার ঐতিহ্যের চেতনার,
কেউ ধর্মের পাহারায়,
কেউ পতাকার, সবাই আবার রয়াল বেঙ্গল টাইগার।

আপনি কে?- ভাষার কবি, পাহারাদার।
কেউ সংস্কৃতির পাহারাদার, মোড়ে মোড়ে-
গলায় পেঁচিয়ে হারমোনিয়াম নিয়ে ঘোরে।

আপনি? - চীনা পাহারাদার,
বন্ধনে উন্নয়ন-সন্ধানে নিরাপদ করি কড়ি।
আপনি?-ভারতীয়, অঞ্চলের দেখভাল আমার।
আপনি?- জাতিগত বিভেদই আমার সম্পদ,
বিশ্বের পাহারায়- নজর আমার নব নব লিঙ্গ রচনায়।

অপূর্ব, অভাবনীয় বাজার এখন অদ্ভূত পাহারায়!
বাংলার দাবী একটাই,
ন্যায্যতার দাবি নিয়ে সকল পাহারায় ন্যায্য কর চাই। 

৮ই সেপ্টেম্বর ২০২৪