ঘরে তালা দিয়েও ঠেকাতে পারিনি চুরি।
বাঁচার সংগ্রামে শহরে পরিবার;
আর ঠাসাঠাসি বস্তি বাঁচলেও
ঝড়ো তান্ডবে গাঁয়ের ঘর যে উড়ে কোথায় গেলো?
ঠিকানা মেলেনি।

আসুক নিম্নচাপ, আসুক ঝড়-ঝাপটায় বৃষ্টি!
মুছে যাক ভোগের ধুঁয়া ধুলো সব অনাসৃষ্টি!

এক পাগল বলছে-
ঝড়ের বৃষ্টি সূর্যটাকে ধুয়ে মুছে পরিষ্কার করেছে।

বাহ! কি সুন্দর ঝকঝকে দিন!
আমিও কি পাগলের দলে?

১৮ই নভেম্বর ২০২৩