এই যে যায় আসে লু হাওয়া;
হঠাৎ নয়, শীতলতা নিয়ে হাজির হওয়া
শরত মাহেন্দ্রক্ষণে!
যদিও বাজারদরে বাজএ
খাদ্যের অভাব-
যদিও পোড়া আবহে শূন্যতার ভয়াল চাপ;
দারিদ্র্যে ফাঁপিয়ে
ইজ্জত ত্যাগ করে
বাঁচাও আর্তচিৎকারে চলে ভিক্ষুকদের বেসাতি।
আবহাওয়ার বার্তা পাই ভিয়েতনামে,
ক্ষ্যাপাটে যোগীর মন্ত্রের ফুতকারে
ঝড় টাইফুন লণ্ডভণ্ড করে চীন
বিবস্ত্র আলগা করে কাচা সভ্যতার সাংস্কৃতিক বসন;
আমরাও অস্থির ব্যাস্ততায় শ্বাস ভরি প্রাণে;
করদে শোষিত নিপীড়ন-হাত ঘুরে
অত্যাচারের নতুন পাঠের অপেক্ষায় রাষ্ট্রের নব শাসন।
সাগর উত্তাল, নৌকোগুলো বেসামাল;
ডুবুক তারা, সতর্কতার সংকেত বোঝেনা যারা!
১৫ই সেপ্টেম্বর ২০২৪