বোকা টাক এর ডলারে কুর্নিশ;
টাকার বিশ্বাসের চেতনায় আলু-পটল ওজনে আসে না।
আসনে শাসনে
শাস্তির ভর্ৎসনে
চক্ষু মুদে ক্ষুধার্ত পেট চেপে
বুদ্ধ সেজে সারিবদ্ধ ভদ্রাসন... দারুণ, নান্দনিক দৃশ্যায়ন!
গিন্নীর তাড়া খেয়ে নিজকে খুঁজে পাই বটের নীচে ;
সংসার যে ধর্ম!
কিচিরমিচির পাখিদের কূজনে
বোধের আয়োজন-প্রয়োজনে নুনঝালে কচি বটপাতা খাই
শাখা প্রশাখায় এতবড় বটের গাছ,
অধিকৃতি যেন মস্ত এক বিস্তৃত কর্ম!
এবং, প্রান্তিক প্রান্তর জুড়ে জুড়ে
মানচিত্রে আমরাই যেন আঠারো কোটি ওজনের প্রকান্ড পুরাকীর্তি।
ভাবছি, এবারও কী হবে অটোপাশ!
১লা নভেম্বর ২০২৪