অশান্ত সমুদ্দুর,
উজ্জ্বল রোদ্দুর, তবুও আওয়াজ ম্রিয়মাণ সদালাপী বন্ধুর।
চলবে সাম্পান বাকী পথ অল্পদূর।
আমরা ঘাটে আছি;
বুক বেঁধে আছি, আমরা কাংগাল।
হে দয়ালু দয়াল,
তোমারই খেয়াল, মজলুম মুসাফির তুলেছে হাত ;
পার করো ঝঞ্ঝার রাত।
হে মাঝি, ফিরবে সাম্পান;
ফিরে আসে তোমারই কর্ম-কল্যাণ।
আবারও বেরোবো বন্ধু, আমরা তালাশে-
বসন পরাবো কারে,
লজ্জিত কেউ কী আছে বসে?
অসুস্থ-দুঃস্থ কে কোথা আছে?
বিশ্ব ঘুরে বাংলার সাম্পান চলে মানবিক সুতো ধরে।।
১৮ই জানুয়ারি ২০২৪