১.
দগ্ধ মানবিক বিপর্যয় রুখে
দু'রাত ঘুমিয়ে
রগড়ে চোখ গৃহ ছেড়ে
বুকভরা শ্বাস নিব আসমানী উর্ধ্বাকাশে;
এইনা সড়কে চরণ ফেলি তৃপ্তির অবকাশে,
দোতলার অসভ্য প্রতিবেশী ঢেলে দিল জল।
২.
ঘাটেঘাটে মাছিওয়ালা হাটে-বাজারের মধুর দূর্গে,
অসভ্য আনাগোনায় চলছে সময় বর্তমান ;
বিজয়ী লাঠিয়াল, চাপা উচ্ছ্বাসে দখলে দিচ্ছে শান,
যেমন তারা মিষ্টি-মিঠাই, মিঠাপান খান।
৩.
অকস্মাৎ ঝাঁকুনিতে
ঝিমধরা তরুণ স্বেচ্ছাসেবক,
নব উতসাহে ধেয়ে যায় বাঁধভাঙা আকস্মিক বানে;
অসভ্য স্রোতের গতি মাপবে তারা,
অলিতে গলিতে একমুখী চঞ্চল সাড়া,
মঙ্গলের বোধিচর্চায় সংহিতায় অভিন্ন আচরণে।
বাংলার তরুণদের রুখবে কারা!
২৩শে আগস্ট ২০২৪