"আপনার পেট খারাপ। "
"জ্বি, জানতাম না, জানলাম। "
"আপনি, কম বুঝেন, সেকেলে। "
"জ্বি, জানলাম, কে বে-আক্কেলে।"
"আপনি ধুরন্ধর,
আপনার জন্য যন্তরমন্তর ঘর।"
"সেখানে কেমন হবে যত্ন আদর?"
"আপনাকে করা হবে এফোড় ওফোড়। "
"জ্বি, একটু হবে দেরি ;
বাইরে অপেক্ষায় আপনার সতীন,
হাতে তারও মানবতার পতাকা দীন,
আরও অনেকে অপেক্ষায়, হাতে ফুলেল চেরি।"
৩০শে নভেম্বর ২০২৩