কেউ ওঠে পর্বত হিমালয়ে দাপটের হুংকারে,
পতিত কেউ ভাসে অগভীর সাগরে
অথবা, মোহনায় পদ্মা-যমুনা জলধারায় 

মাঝে জনপদ
সমতলে চলে আবাদ;
ধুয়ো দিয়ে, চিক চিক বালুতে মেজে
সরায়ে আপদ'রে অন্দর মনের বাইরে
সবুজ পান্নায় বাংলা কেমন ঝিকমিক!

লেজে লেজে ঘুরে
গৃহপালিত অপবিত্র শ্বাপদ, ক্ষণে ক্ষণে ধমক তারে।
তারপরও,
উচ্ছিষ্ট আমিষ হাড্ডির বেতনে রাখে পাহারায়।

তবুও, আমার বন্ধু-স্বজনেরা কেনো থাকে এমন
নেড়িকুত্তার ভয়ে!

১লা ডিসেম্বর ২০২৪