১.
আন্তৰ্জাল নয়
নিষ্পাপ ধ্বনিগুলোর আত্মার সংযোগ;
অভিন্ন চরিত্রে অন্তর্জালে একমুখী
অথবা, ভীন স্বভাব রঙের সরলরৈখিক গ্রহণ
২.
অন্তর্জালের শক্তিতে
পথের দাবি
কমার সাথে
গতির সাথে দফার ভ্রমণ বহু থেকে ক্রমহ্রাসমান...
৩.
নক্ষত্র-গ্রহ-চন্দ্র গ্রহণে সে কি উল্লসিত ডুব!
ধীর লয়ে
অবকাশ গতিতে লগ্নের ক্রম বিচ্ছেদে
কালের চক্র ঘুরে মিলনে ফি'বার-
ক্রমশ বদলে চলে যারযার অবস্থান ও সময়ের মান।।
৪ঠা আগস্ট ২০২৪