আহা মিষ্টি!
আগা-ডগা চিবোয়েছি চরের বাসিন্দা
লাউ খাওয়াইয়া কোথা গেলো মোর বৈষ্ণবী
গয়া-কাশি খোঁজা শেষ
দেখ্ না শুকনো কান্না- ও পরানের মাইয়া!
"লাউ দি বানাইলাম ডুগডুগী.. স্বাদের লাউ"
ঘরেতে আয় জল বিষ্টি- আমি অনিমেষ!
দাও, প্রাণটারে ভিজাইয়া।
৪ঠা জুন ২০২৩
অনুপ্রেরণা ও কৃতজ্ঞতা: নাম না জানা কবির রচিত বাংলার জনপ্রিয় লোকগীতি "স্বাদের লাউ"।