গরানের লাঠি
পুড়ে হোক শলাকাকাঠি; চিরুক চিরুনি।
অগ্নিচোখ নুনে ভেজা থাক;
গেয়ে যাক জীবনের গান- যারা থাকে বসবাসে,
থিতু সে সংগ্রামী বালুর সাথে,
ভালোবেসে ভাসে জীয়নকাঠি, বানভাসি প্রাণ।।

২৬শে মে ২০২৪