ঔপনিবেশিক ব্রিটিশ ভারতে
জন্মই যেন নতুন গ্রামে- নওগাঁ;
জাকারিয়া পিন্টু তাই সংগ্রামে নিরলস।

পায়ে ঠেলে ফুটবল-
গোল রক্ষার নেতৃত্বে সুদৃঢ় মনোবল।
লড়াইয়ে প্রতিপক্ষের সাথে শক্ত ডিফেন্ডার;
ছিনিয়ে নিয়েছেন সাতচল্লিশ ও একাত্তর
মাল্যে তাঁর দু-দু'টো স্বাধীনতা ও স্বাধিকার।

খেলা নয় দেখেছেন-
অপখেলায় পাক হানাদার...সতীর্থ ঘৃণিত রাজাকার।
দেখেছেন, দীর্ঘশ্বাসে প্রাণ হাতে ছুটে যেতে-
শরনার্থী, যেন মানবতার জ্যান্ত মানবেতর আর্তি

খেলে খেলে ঠেকিয়ে গোলামূর্তির বল,
মুক্তির সংগ্রাম শেষে আক্ষেপ কী ছিলো তোমার,
নও-গাঁ ওই নতুন-বাংলার পায়ে আছে কী বল!

২৪শে নভেম্বর ২০২৪

ফুটনোট: বাংলাদেশের কিংবদন্তী ফুটবলার। স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ কালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও পূর্ব পাকিস্তান জাতীয় ফুটবল টীমের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। বর্ণাঢ্য জীবন ও বহু পুরস্কারে ভূষিত এই আজন্ম অধিনায়ক স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে পেয়েছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, স্বাধীনতা পুরস্কার। জন্ম- ১লা জানুয়ারি ১৯৪৩ ইংরেজি, নওগাঁ, ব্রিটিশ ভারত। মৃত্যু- ১৮ই নভেম্বর ২০২৪, ঢাকা।