সেবায় মোনাজাতে
সেজদাতে সমর্পণ
ফিরে এলো মেয়ে, স্বামী
কৃতজ্ঞতায় চোখ ভিজিয়ে অবসন্ন ক্লান্তিতে।
অগোচরে ছোবল!
ভয় নেই, ওঁরা জেগে আছে, ওঁদের পালা-
পালাবে দুষ্ট।
আবার ফিরবে সেই স্নিগ্ধ বাতাস
গন্ধে মাতানো।।
নড়াইল, ১২ই সেপ্টেম্বর ২০২০
পটভূমি: করোনা মহামারি কাল। বন্ধু ও তার মেয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি ; সেবিকা তাঁর প্রাণপ্রিয় ধর্মপ্রাণ চিকিৎসক সহধর্মিণী।