হরিদ্বারে শিবের ছায়া,
অথবা রেডফোর্টে নকরের মোয়া'য়-
সংগ্রামী জনপদের রোববারের অবকাশ,
ঢেকুর তুলে পার হয়।

অধীনে বা শাসনে,
আর মনিব না পেলে চোখ মুদে,
অথবা সাপুড়ের ঋজু আসনে চাই শৃঙ্খলিত অধীনতা;
বাজাবো বাঁশি স্থির নয়নে অভাবের আয়ে..

"কেউ কি দিচ্ছে ফোঁস!"
"দাও, শিরে পরি শিরস্ত্রান"
"হেমলক খেয়ে ডিমে দিচ্ছি তা..শুধু যে হেলমেট আছে জাঁহাপনা!"
"সবই তাঁর দয়া। "

দিল্লী, ৯ই জুন ২০২৪।

# হরিদ্বার: কিংবদন্তি অনুযায়ী ভারতের উত্তরাখন্ডের এই স্থানে গঙ্গা দেবী শিবের জটা থেকে মুক্ত হয়ে পৃথিবীতে নেমেছেন; ধর্মীয় ঐতিহ্যে পবিত্র স্থান।
# হেমলক: ভেষজ বিষ; স্নায়ুতন্ত্রকে আক্রমণ ও অকেজো করে।
# রেডফোর্ট: লালকেল্লা, মোগল শাসনামলে সম্রাট শাহজাহানের কর্তৃক তৈরি দুর্গ, যা ভারতের স্বাধীনতা প্রাপ্তির পূর্ব পর্যন্ত দখলদার ইংরেজি শাসকেরা সামরিক দপ্তর হিসেবে ব্যবহার করে। 
# শিরস্ত্রান বা হেলমেট : মাথার বর্ম। ভারতীয় সংস্কৃতিতে শিরস্ত্রান এবং ইংরেজি সংস্কৃতিতে হেলমেট।