তুলতুলে তুলা
যায়কি ভোলা, সূতো বলো দড়ি বলো,
আমার বসন কলায় নেচে নেচে দেখি দারুণ চলো!
তাই তো ছন্দে বাংলার গন্ধে
কে আসে বকুল তলায়!
মৌ মৌ গন্ধে পাকা ধানে কাস্তে বাঁকে পল্লীর গাঁয়।
আমন-আউশ তোমার হাউশ
ভরেছি এবার নৌকায় ধান, চলেছি এবার তোমার বন্দরে-
তোমার মাটি পাবে নতুন প্রাণ, তোমার অন্তরে।
সেখানে জ্বালাবে নতুন শীষ
ছন্দের তালে নৌকো দুলে,
ছন্দ ঘুরে দুলে- যদি থাকে খোদার আশীষ।।
৩০শে আগস্ট ২০২৩