নিজের প্রতীকে মানুষের বসত স্বতন্ত্র জনপদে।
অভাবে বাস্তু ছেড়ে
হানা পড়ে প্রতিবেশী জনপদে-গ্রামে,
কিংবা উপনিবেশে মনোনিবেশে দূরদেশী জনপদে

প্রান্তিক জনপদ প্রতিহানায় শানে,
মনোগ্রামে হানাদার, সেরদরে উঠে ঐতিহাসিক দোকানে।।

১০ই মে ২০২৪

অনুপ্রেরণা ও উৎসর্গ: এ আসরের কবিতা, "হিংসার বীজ-১", প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার, প্রকাশ: অদ্য ১০ই মে ২০২৪