তিন আংগুল দরকার
বা এক বিঘেত পানি হলে হবে আমার।
চারাধান- যা আগামীর প্রাণ;
আমি অভাবের কথা বলি। সাম্যতা নয়।
অসম অভাবের চাওয়া- ওই মেঘদূতের কাছে বলি।
জলের অভাব, পকেটের অভাব
বা সম্মান-স্বীকৃতির অভাব ;
আর যত অভাবের মাপ, সবই স্বভাব আমার অভাব।
যেমন, মেপে মেপে লতিয়ে ঘুরে ঝিরঝির চলে মধুমতী
আমার ক্ষেতে জল যা লাগে তুলি।
বিরহে জুড়াই মন- ডাক পেলেই ছুটে আসে সুশীতল জলের বাতাসী।
এই ঘাট, এই যে সামনে নদী
এই যে ক্ষণ- সেই মোর স্মৃতি, সেই কো মোর নয়নের দৃষ্টি।
কোথায় সে যাবে, কোথায় হারাবে-
সে তো অদৃষ্টি! যেমন, দাঁড়ানো সামনে -
এইতো এ সময়ের নেতা সিজার আর তার নীতি।।
নড়াইল, ১৬ই সেপ্টেম্বর ২০২২