ফারাক্কার বাঁধে আমার প্রিয়া কাঁদে!
আর কেঁদো না..
তোমার অগভীর আঁখিতে গভীর টানে তলে তলে আসে ঢল,
লাউয়ের ডগায় নাচে প্রিয়ার অঞ্চল,
ইন্দ্রের বরে উচ্ছল যৌবনে ফেরে বরেন্দ্র সে ভূমি,
তাই তো অভাবের পদ চুমি!
৫ই ফেব্রুয়ারি ২০২৪
বরেন্দ্র অঞ্চল- বাংলাদেশের উত্তর বংগের গড় সমুদ্র তল থেকে অপেক্ষাকৃত উঁচু সমতল এলাকা।