ধরে আছি কলারে
সোনাদানা ডলারে
খয়রাতি মিলবে তোর মালতী
যদি জানা যায় অঞ্চল তলের জালিয়াতি
কোষাগারে মিল নাই
পন্ডিত পাজামায় গিঁট নাই-
কেমনে ভীড়ে জাহাজ বন্দরে!
কোথায় লুকিয়ে খাঁজ, পায়না সে আওয়াজ অন্দরে!
হাভাতের দল
লাগিয়েছে অজানা কল
তলে তলে মিলে মিলে আসে অভাবের ঢল!
৬ই ফেব্রুয়ারি ২০২৪