সড়ক থেকে বাহক বড়, বাহন বড়;
চরণ ফেলি কোথা?

কৌটার ভাবনায়,
উড়ে চলা ঘুরে চলা বোধের চেতনায়-
ঝাঁঝরা ঢাকনা, গতির মুখ থেকে এত্তবড়;
হৃদয় এখন কোথা?

ভাষার থেকে আশা বড়;
সবাই যখন রাজা, পুলিশ খাটে সাজা!

আমিই আছি ভেতর-বাহির, তোমরা এখন তাহারা।
বুকে হঠাৎ,
কেমন যেন নোনার টানে ব্যাথা!

চ্যাটজিপিটি, বলোতো ভাই, এবার যাবো কোথা?  

২৭শে মার্চ ২০২৫