১.
মালভূমির পাথর
ভাগ করে নতুন মানচিত্র,
শাসনে কুন্ডলীতে হুতাশন এরিয়ান সিরিয়ান;
আরব্য রজনীর রূপকথার পটে এখন জ্যান্ত সব পাত্র।
নীল চোখ রমণীরা পরী বেশে
বখতিয়ারের স্বাধীন বাংলার নীলাকাশে
আলো ফেলে ঘুরে ঘুরে
জাগাতেই পারে ভীনদেশী কারো বাসনার আশা।
এখানে পাথর নেই,
আছে জীবনের মতো নদী।
স্বাদের লাউএ মাতোয়ারা
হরেক নৈতিক প্রজাতির বঙ্গ-সন্তান তারা;
ঠেসাঠেসিতে প্রেমময় বাস,
কিল-ঘুষিতে ছিঁড়ছে যেন অন্তর্বাস।
নিয়ে চেতনার বহু কেন্দ্রকরণ,
ব্যস্ত উদ্ভাসন সমসত্ত্ব দ্রবণে...নৈতিক মানচিত্র।
শতাংশ চাহিদায় ইন্ডিয়ান, আমেরিকান, জাপান
অথবা স্রেফ লেনদেন চেতনার ড্রাগন।
আরও যদি বাকী থাকে অংশ,
ভাগ নিতে চায় পাকিস্তান ও তালেবান।
এখনও গড়েনি ঐক্য বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ।।
২.
তুষের আগুনে বেশী জ্বালালে
ধুয়োয় চোখের জলে তোমার
মৌসুমি রস জমে হবে ছোটবড় স্ফটিক দানাদার;
শীত বাংলার খেজুরের গুড়, খুবই মজাদার।।
২৯শে ডিসেম্বর ২০২৪