বাড়বে, বাড়ছে অস্থিরতা- কাকদের অভাবে,
স্বভাবেই যারা অস্থির;
তারা আজ কেন অশান্তির ছায়া!
একদিন কেড়ে নিতো ওরা শান্তির মায়া;
আমরা ঘুমিয়ে থাকি যারা।
এখন জাগাবে কারা?
যতই যন্ত্রণাবিদ্ধ কারা-
কা-কা ডাক শুধু শান্ত্রী-পেয়াদার; যাবে নাকো কাউকে ছাড়া!
আমরা ঘুমিয়ে থাকি- মাচানে ঝিমোই।
মাঝেমাঝে ভদ্র বিরতিতে উচ্ছিষ্ট-উদ্বৃত্তের চাল ঢালি;
এই প্রতীক্ষায়, শুনবো আবার-
নতুন কা-কা, না-না, নতুন গানের ধ্বনি!
২৫শে ফেব্রুয়ারি ২০২৩