নামটি ভোলা,
এই যেমন ভেনিজুয়েলা;
ছিপি খোলা, কপাল ঘোলা।
নলে নলে অনেক জোড়া, খরচে চড়া।
দামে চড়া, লাগলে ধোঁয়া,
বোতলে মেলা চাপে চাপে, নলের চাকা ঘুরতে থাকে।
তুই ভোলানাথ,
বড্ড অনাথ, যাবি নাকি ট্রাকে চড়ে, এক কাপড়ে-
ধুঁয়ার পেছন, কালি আর কুলি, এক যে স্বজন।
২২শে ডিসেম্বর ২০২৩।
প্রেক্ষাপট: দ্বীপের রাণী ভোলা থেকে সিএনজি সিলিন্ডারে ভরে উত্তোলিত গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে শিল্পকারখানায়।