ভয় পেয় না বন্ধু,
শান্ত হও।

কর্তব্যে অবিচল থেকে
নিজেকে সুস্থ রেখে
পিতার সেবায় শক্তহাতে
লড়াই করো সময়ের সাথে।

আমরা সকলেই এক দুঃসহ-
দুঃসময়ে,

নির্মোহ হোক এ লড়াই,
আফসোস বা কান্নার সময়, এটা নয়।

করোনারও প্রাণ আছে,
শত্রুও নিষ্ঠাবান শত্রুকে- সম্মানিত করে।।

নড়াইল, ৬ই এপ্রিল ২০২১

পটভূমি: বন্ধুকে - তাঁর বাবার মহামারি করোনায় সেবালয়ে ভর্তির খবর পেয়ে লেখা।