ভন্ড দরবেশের দরবারে
মিন মিন কথা বলে হুন্ডিপীর চোরাকারবারে
পাঞ্জাবি কোর্তার লেহাজে
সাগরেদগন মাথা নুয়ে আছে
শরমের হাত পকেটে তার চালচলন তমিজে।
আসছে নির্বাচন, আমার নেতা চেনা দরকার
যেমন নেপালের মেয়র নির্বাচনে বালেন র্যাপার
ইউক্রেনের জোকার থেকে পুতিনের শকার
মুর্তজা-ইমরান খান ক্রিকেট দলের কিপার
হলাহল নেই ওদিকে আবার এত্তো লম্বা সময় কার
আমার নেতা দরকার গায়িকা-নায়িকা
গান শুনে ভান দেখে রঙ্গনাচের যাত্রাপালা
স্টার সুপারস্টার সবাইকে ভালোবাসি
মনে পড়ে কাউবয় রিগ্যানের হাসি।
চারদিকে বাজনা
কে নিবে মোদের খাজনা
থাক থাক উড়বে দেদার অর্থ- ভরিব অভাবী গর্ত।।
নড়াইল, ১৯শে মে ২০২২