টকমিষ্টি, কাঁটা বরই এর কাটা ডাল-
উঠোনের একপাশে শুকিয়ে খড়খড়ি হলে, জ্বলবে উনুন;
যেভাবে জালায় নতুন পাতা।

মৌসুম গেছে;
আমাকেও নাও না নতুন নিবাসে।
চিন্তায় মশগুল, কে জ্বালাবে ওরে, পরম্পরার বাতি।
শুকনো মার্চে তাই-
তাপে তাপে ঘোষণায় আসে নতুন জাতি।
স্বাধীনতা তো; এ যে ছেলে-বুড়ো সবার জন্য, যদি মানো।
স্বাধীন ভাবতে সময় লাগে, কিছু অবকাশ; যারা ভাবে।
দেখো না ঢাকার রাস্তা কেমন বুলেটে,
ক্লান্ত কালো বুক পেতে, বারবার নিয়ে আসে- একাত্তর।

হোক পন্ডিত দেশী বা মুরসালিন,
মংগল কামনায় বলি, আমীন; যদি সমাজে থাকি সমাসীন।

আমার বয়সী গাছে মৌসুম গেছে;
আমাকে নিবে তুমি নতুন নিবাসে?

নড়াইল, ২৮শে ফেব্রুয়ারি ২০২২