ককেশীয় উত্তাপে বৈশাখে চৈত্রের দাহে
মোড়ে মোড়ে সাঁটানো মোহে
খেয়ে খেয়ে ভুতের কিল
হাতে পায়ে খিল
দু:সহায়
মানুষের পা চলে না ভ্যানরিকশায়।
নেই বগুড়ার 'মুক্ততারা'- কোনো প্রতিযোগিতায়।
স্যালাইন যোগায় তারা- বাংলার ছেলে।
দয়ালের রহমতে
শোকাতুর দাদাবাবু আবার ফিরে চাখে মুক্তধারা।
সমাজ ফিরে আসে নির্বাক সংগ্রামে ;
মহামারী যায় পুরাতন বাড়ি,
আসবে নতুন, অতিথি নয়াপাগড়ি।
অতিমারি চরেছে বিশ্ব জনপদে;
কোথায় অভাবী
কারা পিছু হাটে।
চুরি করে, চোর ধরি- নিউ নরমাল ধারায়।
ছিলো কোনো পাপ, তাই ভাসি ভূমধ্যসাগরে।।
নড়াইল, ২৮শে এপ্রিল ২০২২
পটভূমি : ‘মুক্ততারা সোসাইটি’ নামের বগুড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন; ২০২২ এর পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে দুস্থ মানুষের সাহায্যে কাজ করে।