এবার শিখছি নৈতিকতার ব্যবসা।
কারো মুখে নেই কথা ;
জলবায়ু হোক, পচা বায়ু হোক-
কোথা সেই একগাদা কথা!
মুক্তির হিস্যা, পানির হিস্যা
জীবনের হিস্যা, সাথে চলে মরণের হিস্যা;
ফোরামে ফোরামে ধর্ম আর তন্ত্রের হিস্যা।
নীতিকথা চোরাদের বর্ম; সেতো পুরনো কথা।
মাঝে মনে হয়, আমি এক বুদ্ধির ঢেকি;
হতে শিখি- বেশভূষায় স্মার্ট মেকি।
কথাগুলো চরের বালি;
ভুল করে যদি গিলি, সে এক চোরাবালি।
নতুন খেলার নাম নে-ই নৈতিকতা।
শুধু ভেসে থাকা, আড়চোখে দেখা।
ডুব দিলে গোল খেলে, ভাব নিলে একটু পিছালে,
ধ্যানে গেলে নির্ঘাত মরিলে,
সংলাপে দম নিলে- যায় দিন চলে
বন্ধুত্বে কথা হলে আজদিন চলে।।
নড়াইল, ১৪ই জুন ২০২২