যত শাসন- তত আসন!
সব ছেড়ে প্রার্থনায় প্রিয় ভদ্রাসন;
কোটা নয় একা একা- কুঠুরিতেই অবস্থান।
এ পলিতে হাজারো খাল-নদী;
শাসনে পক্ত হতে দেখছি শুধু দু'পাড়ের দু:শাসন,
মানুষেরা বিকল্প অস্ত্রে ঘুরে, এ কালের বাহুবলী!
চরের ক্ষিপ্র লাঠিয়াল- ছুটি নিছে বহুদিন,
সঙ্গিন আজ তীরন্দাজও ,
তাই, অলিম্পিকে পদক মেলে নাই!
নদীর ন্যায্যতার দাবী- শাসন সরাও!
ভাঙাগড়ায় মুক্ত সে অবাধ, রইবে বহমান নিরবধি।
১৯শে আগস্ট ২০২৪