মোজা খুঁজে পাইনা
না মুড়লে চলে না।
বউকে বলি, দু'পায়ে নেই কো মিল-
হিন্দুস্থান-পাকিস্তান।
চান, কপালের মাতবার- "অমিলেই চলুক মিল।"

তবু বলে রাখি
সব নয় ফাঁকি; নতুন মোজা দরকার!

শুভ সকাল।

২৬শে আগস্ট ২০২৩