পাঠশালায় পুড়িয়ে মগজের শলাকা,
ঝাপটায় কষ্টে উড়ুক্কু বলাকা- ভাংগে সমাজের নাও।
প্রকৃতির পাঠে- ভিড়িয়েছি মন নতুন ঘাটে।
প্রাচীন গুরু- নয় অর্বাচীন, করিলেন শুরু বেতানো।
ছুটি দাও আমারে...
মনন আমার অতিমারি শেষে ভারী চেতানো।
গুগলি মাস্টার, নেই তার ডাস্টার, বন্ধুরা ছিলো ভালো।
ছিলো আলো- কৃত্রিম আয়নায়।
বাগানের মালি- চিতকার করে খালি, পুরনো অভ্যাসে।
আমারে' করিতে পারে বশ নব কৌশলী;
সময় এখন নতুন আয়নায়।
নড়াইল, ৩রা জুলাই ২০২২