হাথরসে পুলিশ চেতনায়
ছিলেন এক ধর্মগুরু বাবা,
পদচুমে তার মোটেই ভোলা নয় মাটি!
পদদলে পিষে গিয়ে সরল প্রাণগুলো নেয় মুক্তি;
ও-মাটি পবিত্র হতে হতে আরও নান্দনিক হবে
উপনিবেশের বশীকরণ ফলাফলে-
পদদলে মুক্তদলগুলো অভিবাসনে গেলে,
অভিধানকোষ খুলে খুলে
হাসিতে-খুশিতে ডাউন স্ট্রিটে
পুনর্বাসনগুলো অভিবাসন পটে দারুণ হবে নান্দনিক।
নিরন্তর নয়া-নব্য ভাষনে, গদির আসনে ;
কথনে, মননে মানুষ কার নাম যপে তবে?
৪ঠা জুলাই ২০২৪